হ্যাঁ আমরা মানুষ
হ্যাঁ আমরা মানুষ


হ্যাঁ আমরা মানুষ,
চিন্তা আছে নিজের মানের;
হারিয়ে ফেললেও আছে অল্পটা হুঁশ ,
তাই হয়তো আজও আমরা মানুষ।
হ্যাঁ আমরা মানুষ,
পৃথিবীতেই আমাদের বাস;
ধ্বংস করছি সেটাও অল্প অল্প করে,
শুধুই নিজের সুবিধার্থে, নিজের স্বার্থে।
হ্যাঁ আমরা মানুষ,
চিন্তা করি নিজের, শুধুই নিজের;
নিজের স্বার্থে করতে রাজি নাপারা কাজ,
তাই হয়তো পৃথিবীতে শ্রেষ্ঠ জীব আমরাই আজ।
হ্যাঁ আমরা মানুষ,
হারিয়ে ফেলেছি মানবাতাও অনেকটা;
আমরাই কারণ নিরীহদের অত্যাচারে,
আবার সহায়ও করি নিজের নামের প্রচারে।
হ্যাঁ আমরাই মানুষ,
জ্ঞান ও বুদ্ধি আছে অনেক;
তবে জ্ঞান শুধু অন্য কে দেই,
নিজের ক্ষেত্রে অজানা কিছু বাকি নেই।।
হ্যাঁ আমরা মানুষ,
তিল কে তাল করতে আমরাই পারি;
নিন্দা - সমালোচনা খুবই পছন্দ,
তবে জ্ঞান চর্চায় পাই না কোনো আনন্দ।
হ্যাঁ আমরাই মানুষ,
কারণ আমরাই পারি শোধরাতে;
ভুল কে শুদ্ধ করে,
ভালবাসা ও ভাতৃত্ব বাড়াতে।
তাইতো আমরাই মানুষ। ।