তোমার সৌন্দর্য্যতা
তোমার সৌন্দর্য্যতা


পোশাকে তোমার সৌন্দর্য্যতা হয় না কখনি বর্ণন,
যেভাবেই বাঁধো না কেনো চুল, তবুও যে করছো উত্তম সৌন্দর্য্য বহন।
ডুবে গেছি ওই দুটি নয়ণে, কি অদ্ভুদ মায়া তার,
প্রেম করে বাস, সেটাই তো তোমার হৃদয়ের দ্বার ।
সৌন্দর্য্যতা তোমার শুধু ঠোটের নীচের ওই তিলটি যে নয়,
প্রকৃত সৌন্দর্য্যতা যে তোমার আত্মায় প্রতিফলিত হয়।
আবেগ দেখানো যত্নশীলতা তোমার ভালোবাসার সাথে দে,
তোমার এই অফুরন্ত সৌন্দর্য্যতা দিন দিন যে কেবল বেড়ে ওঠে।
ডুবে থাকতে চাই চিরকাল তোমার ওই দুটি চোখে, করেছো যে বেকাবু সেই তোমার মায়বি দৃষ্টিতে,
কল্পনার এই জগত ছেড়ে, হারাতে চাই তোমার হাত ধরে এই অপূর্ব সৃষ্টিতে।
রূপে যে তুমি ছিল অপূর্ব সেই কালো কোকরানো চুল থেকে,
তাই তো আজও যে পারছেনা হৃদয় মোর ব্যাকুলতা সইতে।
সৌন্দর্য্যতা তোমার কেবল শুধু আমার দৃষ্টিকোণে নয়,
তোমার কাছে আসাতেই, বুঝেছি আমি সৌন্দর্য্যতা যে কি হয়।