হঠাৎ বৃষ্টি🌧️
হঠাৎ বৃষ্টি🌧️
বৃষ্টি এসে জানালার শার্শিতে নুপুর বাজায,
ভিঁজে ঘাস, ভিঁজে মাটি, ভেঁজা কবুতর গুঁটি শুটি নাচে।
আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
পুরাতন হৃদয় আমার পুলকে দুলিয়া উঠিছে,
বাজি নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে।
আমি আষাঢ়ের সুবাস পাই, বৃষ্টির নাচে উৎসবে।
বৃষ্টি নেমেছে! বৃষ্টি! বৃষ্টি ভেঁজাবে সব!

