সাধের পরোটা
সাধের পরোটা
এই পরোটা যদি না শেষ হয়
তবে কেমন হতো বলতো
না না তুমি বলো....
নাম রেখেছি পরোটা ওয়ালী
তাই বলে পচা ঘুগনি খাওয়ালি
এমন কেন হলো....
তোমার মাকে বলে দিও
সে যেন আসে না আমার ধারে
না না তুমি বলো....
পরোটা ছোট ক্ষতি নেই
মন তো বড়
তবুও এমন কেন হলো....
তুমি আর ডেকো না
যাওয়ার বেলায় শুধু বলে যাই
তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না
কেন যে এমন হলো একবার বলো
না না তুমি বলো....
বলবো না.....

