হৃদয়ের তানপুরা
হৃদয়ের তানপুরা


তুমি নীরব মনের বেহালা
বেজেছ আমার বুকে ।
ভালোবাসি তোমাকে প্রতুল
অতিক্রম করিয়া সময়-দিকে ।।
তুমি পূর্ণমাসির স্নিগ্ধ চন্দ্রমা
শরতের নীল আকাশে
তুমি জীবনের শীতল ছায়া
ঝড়, ঝঞ্জা আর বাতাসে ।।
তুমি মোদের হৃদয় জোছনা
অমা আঁধারে প্রভা
তুমি মন বাগিচায় গুলাব
স্বর্গের উর্বশী বা রম্ভা !!
আমি পাগলা তোমাকে দেখিয়া
তোমার অপরূপ লাবণ্য মাধুর্যে ।
ফিরে এস মোদের ঘরে
নামায় মাদিয় হৃৎ মন্দিরে ।