Debabrata Jena

Abstract

5.0  

Debabrata Jena

Abstract

তুমি

তুমি

1 min
15.8K


নির্জন নিস্তব্ধ নিঃসঙ্গ নিশীথে

তুমি নীলিমায় চন্দ্র

তরু লতা নদী বনে তপবনে

তুমি বিদ্যমান সর্বত্র ।।


তুমি কোয়েলের পঞ্চম তান

তুমি বসন্তের গীতি

প্রতি সকালের পুরুব আকাশে

তুমি ত অসীম দ্যুতি ।।


প্রাভাতিক অরুনে তুমি প্রভাময়

নিশীথে রুপালি জ্যোতি

‌নির্জন দুপুরের তুমি অত্যুজ্বল

সায়াহনে গো তুমি শান্তি ।।


সকল জগতের তুমি দীনবন্ধু

তুমি শূন্য নিরাকার

পরমব্রহ্ম তুমি অনু ব্রহ্ম তুমি

সর্বব্যাপী তুমি হাজির ।।


Rate this content
Log in