সম্পর্ক
সম্পর্ক


জানিনা আমি
তুমি আমার কে ?
আমার ও তুমি কে ?
কেন গো দেখা দিলে মোরে আগন্তুক হয়ে ।
মন ও দেখছি
সপন ও এঁকেছি
কেন রাচিল এ সম্পর্ক নতুন পরিচয় দিয়ে ।।(1)
তুমি কে ?
এখন ও মোর মনে তাঁকে মারো
হৃদয়কে কবলিত করো
দেবী.. অপ্সরী ..না সপ্নীল মিত
তুমি মায়াবিনী ....না মৃগতৃষ্ণা....
মরীচিকা ....না ভাঙা আইনা...
না কি মোর মনলোভা স্বার্নিম অতীত ।।(2)
তবুও..
কেন যে আমার মন তোকে খোঁজে
তোর খিয়ালে একবারে হজে
সতে কি আমার সম্পর্ক যুগেযুগের ।
জুটাছি সে মধুর সম্পর্ক
রাচিয়া প্রেমের কোনার্ক
বনবো কি আমি তোমার স্বপ্নের সওদাগর ।।(3)