STORYMIRROR

Debabrata Jena

Drama Tragedy

3  

Debabrata Jena

Drama Tragedy

অন্তিম শ্রদ্ধাঞ্জলী

অন্তিম শ্রদ্ধাঞ্জলী

1 min
11.7K


নির্জন বেলায় দুর্গম পথের

ছেড়ে তুমি চলেগেল

হৃদযকন্দের শুন্যতা সৃজিযা

অব্যক্ত বেদনা দিল।(১)


কত শ্রদ্ধা আর ভালবাসা দিয়ে

বেঁধেছিল যে সবাইকে

সে ভালবাসা পূর্ন কে করবে

এ জন্মের শূন্যতাকে ।।(২)


মাসী রূপী আমি মাযে পায়েছিলাম

ছিল গো জীবনের সাহা

তোমায় উপস্থিতি বিনা এ জীবনে

কে দিখাবে আর রাহা ।।(৩)


মাতৃজাতির জন্য ছিল আদর্শ

সবাই করিয়া নিজের

অকালের তোমায় উপস্থিতি বিনা

জীবন লন্ধার ।।(৪)


আজ বি তাঁকিয়ে আছে রাহা দেখে

তুমি কে আসবে ফেরে ?

প্রাণ হীন শরীর নিয়ে আসলে

হৃদে কোপ দিল ভরে ।।(৫)


নাযে অঞ্জলী নিজে জলে জলে

বেঁটেল পীযূষ মনি

তোমার গুন গান করার জন্য

মুখে বেরেছনা বাণী ।।(৬)


অভিমান কি করেছ মাসিমা

ঘারে হয় এই কথা

অফেরা বাটের পথিক হইল

মনে ভরে দিল ব্যথা ।।(৭)


হে পরমেস্বর জানায় প্রনাম

ওতোই মাগুনী আমার

মাসিমার আত্মা মোক্ষ প্রাপ্তি হোক

হয়ে থাকেন চির অমর ।।(৮)




ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Drama