STORYMIRROR

Debabrata Jena

Romance

3  

Debabrata Jena

Romance

...এ মন মানেনা...

...এ মন মানেনা...

1 min
2.1K


এ মন মানেনা কবে

এ মন দেখছি কবে

তোর প্রতিচ্ছবি নিতি

এ মন না হারে কবে

এ মন না খোঁজে কবে

তোর সেই উপস্থিতি ।।


জুটাছি বি আমি এমন

ভাবনার সৌধ যেমন

শামুকা আর মুক্তা মতন

প্রতীক্ষায় আমি তোমার

সপনের সওদাগর

করছি বি কত যতন ।।


রঙে তুলিকা ধরে

এঁকেছি কেনভাসে রে

তো ভাবনার আগুনকে

সপনের সে বালিঘর

স্থাপন করেছি বুকের

তাকায় তোর বদনকে ।।


তোর আগমনের আশা

বুকে বেঁধেছি বাসা

উডান করবো দূরে

রাচিয়া খেয়ালের নিড

বন্যায় সপনের গড

স্মৃতির নদীর তীরে ।।


প্রতিক্ষার করে অন্ত

আমি বনবো শ্রীমন্ত

হইয়া শ্রীমন্তিনী তুই

না ডরে এই জগতকে

ভুলে সেই সময়কে

যাওয়া একাকার হই ।।



Rate this content
Log in