ঘুণপোকা
ঘুণপোকা


যদিও ঘুণপোকা পড়তে জানে না
তবু ভালোবেসে পড়ে থাকে সশরীরে
বইয়ের পাতায় পাতায় নির্লজ্জ শিরে
শব্দের অক্ষরে অক্ষরে অর্থ বুঝে নিতে মাথায়
শব্দের আলোর ঝনৎকার চেটেপুটে রেখে যায়
শুধু অন্ধ প্যাঁচালো অন্ধকার
দিনগতপাপ ক্ষয় কঙ্কালসার
পাতায় পাতায় শূন্য করে কবির কষ্টসার ।