ঘুড়ি
ঘুড়ি
ঘুড়ি
***********"
ঘুড়ি হতে চেয়েছিলেম
উড়ব বলে তোমার আকাশ জুড়ে
মন কেমনের সুঁতো বেঁধে
ডেকেছিলেম তোমায়, ভালোবাসার সুরে।।
তুমি তখন আপনমনে
বাঁধছিলে ঘর অন্য কারো সনে
বুকের কাছে জমল বিষাদ
আকাশ জুড়ে ধূসর মেঘের কোনে।।
বাউন্ডুলে এলোমেলো মন
নিরুদ্দেশে পথ হারাল অঝোর বরিষন
ক্লান্ত শরীর ভিজছে তাই
অন্ধকারে ডুব দিয়ে আজ আলো ছুঁতে চাই।।
কেউ যদি কুড়িয়ে নেয় আমায়
ছেঁড়া সুতোর ভালোবাসায়, জড়ানো মায়ায়
উড়তে পারি আবার আমি
তারই আকাশ জুড়ে
পাশে বসে বুঝবে শুধু আমার হাতটি ধরে।।

