একটি নতুন সকাল
একটি নতুন সকাল
একদিন সকালে আমি উঠে দেখলাম বৃষ্টি পড়ছে
মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
সামনে দুর্গা পুজো,
এর মধ্যে বৃষ্টি সব আনন্দই মাটি করে দিতে পারে।
বৃষ্টি যতই রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করুক না কেন,
শারদ উৎসবে বৃষ্টি প্রত্যেকবারই অসুরের মতো লাগে।
কিন্তু বৃষ্টির অঝোর ধারাকে যদি আমরা মনে করি অসুরের মতো,
তাহলে জীবনের ধারাকে একপ্রকার হারিয়ে ফেলে এগিয়ে যাওয়া যেতে পারে না।
বৃষ্টির ধারা শরতের আকাশে এক মুঠো আসার আগমন বার্তা বহন করে।
হয়তো মা দুর্গা বুঝেন যে উৎসবের থেকে, চাষের জমির জন্য বৃষ্টিতে অনেক
বৃষ্টির ধারা জীবনের ধারাকে আটকাতে না পারলেও,
শারদ উৎসব এই বৃষ্টির মধ্যেই আমরা আনন্দ উপভোগ করে নিতে শিখেছি।