একটি নোটবুকের আত্মকথা
একটি নোটবুকের আত্মকথা
বড় তুচ্ছ আমি, ক্ষুদ্র আমি, তবু বড়ই প্রয়োজনীয়...
যে কথা কাউকে যায়না বলা, সে কথা গোপনে আমায় শুনিও৷
রোজকার কত হিসেব নিকেশ, মধ্যরাতের ভাবনা যত,
লেখা থাকুক আমার বুকে,কান্না ঝরুক শত শত...
কবিতায় ,গানে,গল্পে ভরুক আমার শরীর পাতা জুড়ে,
দিনের শেষে ক্লান্তি ঘুচুক হৃদয় ছোঁয়া গানের সুরে...
কত স্বপ্নের মৃত্যু হয় রোজ, কত নিহত নীরব বাণী,
কেউ সে সবের খোঁজ রাখেনা, সকল হিসেব আমিই জানি৷
বর্ষা গেল,শীত পেরোলো,ঋতু সাজে বসন্তেতে,
আমায় কেউ সাজায় না তো, আকাশী রঙমিলান্তিতে!
একা লাগে, ভয় পাই খুব, আবার যদি হারিয়ে যাই;
খুঁজে কি সেদিন নেবে আমায়? আমিও যে একটা জীবন চাই ...