Moupriya Ganguly

Classics

4.7  

Moupriya Ganguly

Classics

বছর দশেক পর

বছর দশেক পর

1 min
1.2K


তোমার আমার হঠাৎ দেখা বছর দশেক পর

আজ তুমি এক যোজন দূরে, অন্য কারো ঘর!

মনে কি পড়ে সেই বিকেল গুলো, একসাথে গান গাওয়া,

তার মাঝেই কত অভিমানী বিকেল,

হিসেবের চাওয়া পাওয়া...

জীবনের হিসেব মেলেনা কখনোই, তুমি বলো "ভালো আছো?"

নতুন মানুষের আবদারে কি আজ মনখারাপী গান বাঁধো?

এখনো কি তুমি উতল হাওয়া, আগের মতই বাউন্ডুলে?

নাকি নতুনের প্রেমে সংসারী খুব, সময় স্রোতের কূলে!

 নিশ্চয় তুমি মুক্ত এখন,আমার মত সে তো আর নয়!

অভিমানী হৃদয়ের মান ভাঙাতে যাকে জোর করে খাইয়ে দিতে হয়!

মনে পড়ে তোমায় বড্ড জানো, আজ মনখারাপী বিকেলে,

হাতের ছোঁয়া তোমার আজও টের পাই,

জ্বরের উষ্ণ কপালে...

তুমি কি এখনো চিৎকার করো? রাগ করো যখন তখন?

নাকি অনেক শান্ত হয়েছ? আগের থেকে এখন!

নতুনের সাথে কি ঘরটা বেঁধেছ?নাকি সত্যি আজও একা?

ইচ্ছে করে জানতে বড়, বুকের ভিতরটা ভীষন ফাঁকা...

নদীর সাথে হঠাৎ দেখা বছর দশেক পর...

আকাশ আজও উদাসী বড়ই, বাঁধেনি সে যে ঘর...

নদীর মত কেউ কি এতটা ভালবাসতে জানে?

দূরে থেকেও আজও আকাশ নদীরই ঢেউ গোনে...

সহস্র যোজন দূরে দুজন, আজ আর নেই কোনো অবকাশ...

আকাশ আজও নদীতে বাঁচে ,অতিক্রান্ত বছর দশ!


Rate this content
Log in