একঘেয়েমি
একঘেয়েমি
লোকে বলে জীবনটা বড্ড একঘেয়েমি হয়ে গেছে ।
কিন্ত আমি বলবো সবাই সত্যিইকারের জীবনটাকে বাঁচতেই ভুলে গেছে ।
আজকে আমরা এতটাই ব্যস্ত বলে গণ্য করি নিজেদের যে আসল আনন্দের অনুভূতিটাকেই ভুলতে বসেছি ।
আর আমরা নিজেদেরই হাতে নিজেদের জিবনটাকে একঘেয়েমি করে দিয়েছি।।
চল না আজ এই একঘেয়েমি জীবন টাকে কাটিয়ে একটু নিজেদের মত করে বাঁচি ।
চল না এই খোলা আকাশের নিচে না হয় দুজন দুজনের হাত ধরে হাঁটি।
চল না আজ এই একঘেয়েমি জীবন টাকে কাটিয়ে একটু নিজেদের মত করে বাঁচি ।
একটু জনমানবহীন জায়গা দেখে যেখানে ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া বইছে আর আমাদের মনকে স্তব্ধ ও মুগ্ধ করে দিচছে,চ না একটু নিরিবিলি তে পাশাপাশি বসি ।।
চল না এই মায়াবী চাঁদের রাতে এই একঘেয়েমি জীবন টাকে কাটিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে একটু নিজেদের মত করে বাঁচি।

