মা দূর্গা 🪷🌼
মা দূর্গা 🪷🌼
শিউলি ফুলের গন্ধ ছড়িয়েছে যেথায়
সেই গন্ধে মেতেছে সকল মধুকির্নেতে সেথায় ।।
সেই গন্ধে মুগ্ধ হয়ে নেচেছে রংবেরংয়ের কীটপতঙ্গে তে ,
মেতেছে সকল মধুকির্ন ও সেই শ্বেত বর্নের পুষ্প তে ।।
আকাশে বাতাসে চারিদিকে শুধু পুজো পুজো ভাব ও তার আমেজ,
আলক মঞ্চীর মহিষাসুরমর্দিনীর আগমনের অপেক্ষায় তাই তো আজ ও আছে সকল কাশ ফুলে স্বতেজ ।।
তার আগমনের খুশি যে সকল বাঙালীর কাছে অফুরন্ত,
আর তাই তার জন্য করা প্রতি বছরের অপেক্ষার নেই কোন সীমান্ত ।।
সিঁদুর খেলা ও ধুনুচি নাচের সাথে হয় যে তার বিদায় বেলা ,
সেই সকল আমেজ ও যেন কোথাও অদৃশ্য হয়ে যায়, কাশ ফুলগুলি ও যেন মূর্ছিয়ে যায় আসতে আসতে না জানে এ কেমন প্রকৃতির খেলা?
ঢাকের আওয়াজ এই কটা দিন যেন ভ্রমরের মতো সারাক্ষণ আমাদের কানে বাজে,
পুজো বলে কথা তাই তো মা দূর্গার সাথে তার সকল সন্তান ও নতুন বেশভূষায় সাজে ।।
পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে,
প্রস্তুত হচ্ছে সে মর্তের আগমনে ।। ।।
~ সুকন্যা
