এক মুঠো
এক মুঠো


এক মুঠো স্বপ্ন তোমায় দিলাম
খুব যতনে রেখো
মনের মাঝের রঙ তুলিতে
বিন্দু বিন্দু স্বপ্নের ক্যানভাস বুনো।।।।
এক মুঠো শুভ্র মেঘ তোমায় দিলাম
নীল আকাশের বুকে বেঁধো
কষ্টের নীলে নীলান্তী হলে
চোখ খুলে দেখো।।।।
এক মুঠো জোচ্ছনা তোমায় দিলাম
নিজের কাছে রেখো
নিকষ রাতে,, মনের খেয়ালে
নিজের মত জ্বালিও।।।
এক মুঠো নিষ্পাপ ভালোবাসা তোমায় দিলাম
তোমার পবিত্র হৃদয়ে রেখো
স্বচ্ছ জলে,, ভিজবে ভালোবাসার ছলে
তখন একবার হৃদয় খুলে দেখো।।।