এক অন্য মন্দবাসা
এক অন্য মন্দবাসা


ছেঁড়া মাদুরে তন্দ্রা কাটে জান্তব উল্লাসে;
অভুক্ত পেটে মৃত্যু ঘুম কি আসে?
তপ্ত আধার ঢাকা আঁধার কালো মেঘে!
বদ্ধ ঘরে বৈশাখী ঝড় বয় বেগে।
ক্লান্ত মন, উষ্কখুষ্ক চুল-রুক্ষ ভারী;
চলল কোথা প্রণয়ী; পেছনে ফেলে বাড়ি।
মনের মাঝে;
কলঙ্ক বলে “লুকোবে কোথা? কোন গহ্বরে?”
প্রেমিক বলে;
“লুকাবো কেন! ফিরবো আমার মন্দবাসার ঘরে!”
সমাজ বলে “তুই ঘৃণ্য মন্দ মেয়ের স্বামী”!
প্রেমিক বলে হেসে “সূর্যালোকে চন্দ্রিমাও দামী”।।