STORYMIRROR

SUBHAM MONDAL

Fantasy Others

3  

SUBHAM MONDAL

Fantasy Others

এই বাউল বাতাস

এই বাউল বাতাস

1 min
189

মন হালকা করে স্নিগ্ধ করে,

জীবনকে ভালােবাসতে শেখায়...।

প্রাণে নতুন ছন্দ জাগায়,

ভালােবাসার গন্ধে সবুজের আঙিনায় যেন..

এক রাশ আদর মেখে মনে খেলা করে,

মেঠো পথের ধারে,গাছ গুলাে সারি সারি

 দাঁড়িয়ে থাকে, আর তার শাখা প্রশাখা যখন

 দুলে দুলে মাথা নাড়ে, তখন মনে হয়,

ওরা বুঝি ভালােবাসার হাতছানি দিয়ে

 ডাকছে...। 

বাউলের সুরে যেমন মন ভরে

তেমনি বাতাসও বাউলের সুরের মতাে, 

ঘন ভরায় ছুটে যায়,ওই আকাশের কোণে।


साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Fantasy