দূরত্বের দহন শিখা
দূরত্বের দহন শিখা
নিয়ন আলোর ছটায় মোড়া জানালার ধারে আজও একাকী দাঁড়িয়ে মেয়েটি।
উন্মুক্ত কেশরাশিতে দিগন্তের দিকে তাকিয়ে একমনে সে তিমিরের নিস্তব্ধতা আর অপ্রাপ্তির গভীরতা মেপে চলেছে।
ছন্নছাড়া জীবনের ন্যায় অবিন্যস্ত মেঘমন্ডলী চুপিচুপি বলে গেল তাকে, বৃষ্টি হয়ে আসবো আমি শীঘ্রই দূরত্বের দহন শিখা মেটাতে।