STORYMIRROR

তাম্বুল রাতুল

Abstract Others

2  

তাম্বুল রাতুল

Abstract Others

দুনিয়ার বোঝা

দুনিয়ার বোঝা

1 min
143

পৃথিবীর বোঝা মাথায়,ব্ল্যাকহোলের টানে ছুটে চলা আমি এক অবলা কুলি

আমি ডাইনীর সাথে করি চুলোচুলি আর বিপদের সাথে কোলাকুলি। 

মহাকালের পথে প্রান্তরে হেলেদুলে আমি আজ ক্লান্ত শ্রান্ত 

শত চক্রান্তের বেড়াজালে ভারাক্রান্ত আমি,সদা উদভ্রান্ত। 

হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

অক্সিজেনের দায় শোধ করে আজ আমি দেওলিয়া

তোমার স্মৃতি আজ মস্তিষ্কে এক বিরাট নিওট্রন বোমা।

তুমি ভালবাসা বোঝ,কিন্তু স্যাক্রিফাইজ বোঝ না।

হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

 

বাতাসের কারাগারে আজ আমি বন্দি খাটাস

জমিনের বুকে আমি এক আঁটকুড়ী বুড়ী

আকাশের নিচে এক বাদামী ছারপোকা। 

হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?


আলোকরশ্মি আজ বিষমাখা তীরের ফলা

রাখালের সুরগুলো আজ শব্দ কুড়মুড় 

বকুল ফুলের গন্ধ, নাই কোন মনমাতানো ছন্দ।

হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

 

হে বোকা ছোকরা,

চল মোর সাথে,শোন মোর কথা

স্মৃতিকে বিস্মৃত কর তুমি,এ তোমার নতুন মাথা। 

স্মৃতিকে রাখিয়া ফেলে

পালিয়ে যাইবে চলে।

এ এক নতুন তুমি,হাসিমাখা চোখে

মানুষের দুঃখে সেবক তুৃমি,দুনিয়ার বুকে।

হে গুরু,স্মৃতিকে ভোলা কি এতই সোজা?


মাথার উপর যে পৃথিবীর বোঝা।

হে বোকা ছোকরা,

করিয়া সাধনা আর আরাধনা

পরিষ্কার কর মনেরও আঙিনা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract