STORYMIRROR

Rabindranath Tagore

Classics

2.2  

Rabindranath Tagore

Classics

দুই বোন

দুই বোন

1 min
7.5K


দুটি বোন তারা হেসে যায় কেন

            যায় যবে জল আনতে?

দেখেছি কি তারা পথিক কোথায়

            দাঁড়িয়ে পথের প্রান্তে?

    ছায়ায় নিবিড় বনে

    যে আছে আঁধার কোণে

তারে যে কখন কটাক্ষে চায়

    কিছু তো পারি নে জানতে।

            দুটি বোন তারা হেসে যায় কেন

                        যায় যবে জল আনতে?

 

দুটি বোন তারা করে কানাকানি

            কী না জানি জল্পনা!

গুঞ্জনধ্বনি দূর হতে শুনি,

            কী গোপন মন্ত্রণা!

    আসে যবে এইখানে

    চায় দোঁহে দোঁহাপানে,

কাহারো মনের কোনো কথা তারা

    করেছে কি কল্পনা?

দুটি বোন তারা করে কানাকানি

      কী না জানি জল্পনা!

 

এইখানে এসে ঘট হতে কেন

      জল উঠে উচ্ছলি?

চপল চক্ষে তরল তারকা

      কেন উঠে উজ্জ্বলি?

    যেতে যেতে নদীপথে

    জেনেছ কি কোনোমতে

কাছে কোথা এক আকুল হৃদয়

    দুলে উঠে চঞ্চলি?

এইখানে এসে ঘট হতে জল

            কেন উঠে উচ্ছলি?

 

দুটি বোন তারা হেসে যায় কেন

    যায় যবে জল আনতে?

বটের ছায়ায় কেহ কি তাদের

    পড়েছে চোখের প্রান্তে?

    কৌতুকে কেন ধায়

    সচকিত দ্রুত পায়?

কলসে কাঁকন ঝলকি ঝনকি

    ভোলায় রে দিক্‌ভ্রান্তে।

দুটি বোন তারা হেসে যায় কেন

      যায় যবে জল আনতে?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics