STORYMIRROR

TAMIM Ŵriter

Drama Classics Others

3  

TAMIM Ŵriter

Drama Classics Others

ডিপ্রেশন

ডিপ্রেশন

1 min
130

ডিপ্রেশন তো তখনই হয় যখন আপন বন্ধু দূরে সরে যায়,

সব বন্ধুগুলো যখন সেই স্মার্টফোনের গেমের ভিতরে ঢুকে যায়।

তুমি সেই গেম গুলো খেলো না বলে সবাই তোমাকে ইগনোর করে,

যখন তুমি কাউকে মন খুলে কথা বলতে পারোনা,

যখন তোমার দম বন্ধ হয়ে যায়,

তখন ই "ডিপ্রেশন" রোগটি আমাদের সঙ্গী হয়ে যায়।

আমরা কি পারি না অন্য বন্ধুকে আপন করতে,

যাকে তুমি পারো "কি রে কেমন আছিস?" বলতে।

ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই শত বন্ধুর লিস্ট(list),

তাকে তো "কেমন আছিস?" বলতে পারি না অ্যাট লীস্ট(at least) ।

তোমার মেসেজ দেখে তার মুখে হাসি ফোটাতে পারে,

আর তার উল্টো উত্তরে আবার তোমার দাঁত বেরিয়ে পরে।

সবাই কাছের বন্ধু দুঃখ এর সময়ে কাজে লাগে বলে,

কিন্তু কাছের মানুষের দেওয়া যন্ত্রণায় তো বেশি জোরে লাগে।

কাছের বন্ধু তো পড়ে আছে গেমের খাদে, 

 তা বলে আমরা পড়ে যাব ডিপ্রেশনের মায়াফাঁদে। 


Rate this content
Log in

Similar bengali poem from Drama