ভবঘুরে
ভবঘুরে

1 min

13
হে প্রভু
সেই জীবন দাও যা আমি ভালোবাসি,
বয়ে যেতে দাও আমার পাশে এক মজা নদী।
মাথার উপর থাকবে নীল আকাশ, চলার জন্য থাকবে পায়ের নিচে রাস্তা,
সুস্থ থাকবে সেখান কার বাতাস।
বিছানা হবে ঝোপে ঝারে দেখার জন্য আকাশ ভরা তারা,
শুকনো রুটি ভিজিয়ে খাবার জন্য সেই ছোট্ট নদীর জলধারা।