দৈবপ্রেম
দৈবপ্রেম


বছর সাতাশ, হলাম হতাশ, বিষণ্ন বাতাস, বইছে এক
ঝরছে ভারী, অশ্রুবারি, তোর পূজারী, খইছে দেখ ।
এই যে সময়, আমার তো নয়, নয় এ আমার নিজের স্থান -
আপোষে আর অপমানে, লাগছে খুবই বেমানান ;
প্রত্যাশায় আর প্রতিবাদে, অধীর অস্থির জনতা -
তিলে তিলে, ফেলল গিলে, শান্ত মনের সমতা ...
এসো একা, দাও গো দেখা, পূর্বজন্মের প্রেমিকা ,
জন্ম মৃত্যুর সীমারেখায় পেরিয়ে নীল নীহারিকা ;
প্রেম এর সাথে পবিত্রতা, তোমায় দেখে জাগলো যেই -
করলো এ মন, অনুরণন, তুমি সেই, হ্যাঁ তুমিই সেই ;
সব অপেক্ষার আজ অবসান দূরীভূত দুঃখ শোক ,
তোমার মাঝে, মিশে আজ এ, আত্মা আমার পুন্য হোক ।।