"চোখের আলো"
"চোখের আলো"




তোমার চোখ দিয়ে এক পৃথিবী দেখব বলে,
তোমার হাতে আমার হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম কেমন দুজনায়|
ভেবেছিলাম, রূপ-রস-বর্ণ-গন্ধ পরখ করে নেব শুধু তুমি নামের এক টুকরো ভরসায়|
আজ সে চোখ আর কথামতো দেখায় না দৃষ্টি
ফেলে রাখলে তুমি দিব্যি আমায় অবহেলায়...
ভাবিনি এও সম্ভব হবে কোনওদিন|
নার্সিংহোমের এক কামারার ফটফটে সাদা বিছানায় কখনও শায়িত আমি,
চোখে বাঁধা এক টুকরো সাদা কাপড়,
আশেপাশে চিকিৎসক আর সেবিকার আনাগোনা
কিন্তু তুমি আশেপাশে কোত্থাও নেই|
অন্ধের যষ্ঠি হয়ে উঠতে পারলে না তুমি|
তুমি পার নি আমাকে দেওয়া কথা রাখতে সেদিন
ওহে প্রেমিক, ভীতু কাপুরুষ যে তুমি !!
এতকাল যে ভ্রান্ত ধারণা রেখেছিলাম পুষে
সে ভুল ভাঙল কেমন ঝড়ের 'পরে|
নেই, কেউ নেই, কোথাও কেউ নেই...
আদতে আমি ছিলাম বড্ড একা- ঘরকুনো
মাঝে খানিকটা সময় তোমায় পেয়ে আঁকড়ে ধরেছিলাম আর কি|
তারপর যা হওয়ার তাই হয়েছিল
একলা না থাকার শুধু পাকা অভিনয় করে গিয়েছি এতকাল...।।