Ajanta Basu

Romance Others

1  

Ajanta Basu

Romance Others

চকলেট ডে

চকলেট ডে

1 min
746



দেখ তোর জন্য এনেছি সেই তোর প্রিয় ডার্ক চকলেট ,

সেই তোর প্রিয় শপ টা, অনেক দূর তো, তাই আসতে হলো একটু লেট |


তোর কি শুধু ভালোবাসা আমার কালো রঙের প্রতি, 

তার জন্য চকলেট ও ডার্ক, বেশ ফর্সা হতাম যদি |


জানি তুই বলবি আমার কৃষ্ণ রূপেই মজেছিলিস তুই,

ওরে রাধা আমার, তোর মতন সাদা হওয়ার সাধ্য কই?


যেমন শুভ্র মন টা তোর, তেমন ই তোর রূপ, 

তোর কথা শোনার জন্যই অলটাইম থাকি আমি চুপ |


তোর মুখের হাসি টা, ওই nestle এর মিল্কিবার,

ডার্ক চকলেট এর ক্রেইজ টা বলি এবার তুই ছাড় |


যখন তোরে দেখি প্রথম, উড়েছিল আমার ফিউস,

৫ ষ্টার না ডেয়ারি মিল্ক দেব, ভেবে ছিলাম কনফিউজ |


মনে আছে প্রপোজ করা, সেই কিটক্যাট দিয়ে,

তারপর তো ঝগড়া শুরু, ডার্ক চকলেট নিয়ে |


এরপর বছর ঘুরে অনেক স্ট্রাগল, শেষে চাকরি পাল্টে,

ফাইনালই এনে তোর সেই ডার্ক চকলেট; হ্যাপি চকলেট ডে ||


Rate this content
Log in

Similar bengali poem from Romance