চির বিদ্রোহী
চির বিদ্রোহী


বাংলার কবি তুমি
ভারতের বীর জওয়ান,
প্রতিবাদী ভাষায় ছিল
যার একমাত্র শ্লোগান।
করেছো তুমি বিদ্রোহ আপ্রাণ
তোমার প্রতিবাদী ভাষা,
গদ্য - পদ্য- কাব্যে করেছ দান।
শিকল বন্দী অন্ধ কারাগারে
প্রতিবাদ করেছো তুমি,
তোমার অমূল্য লেখনীতে।
তোমার বিদ্রোহী গান গুলি
আজ ও বাংলার মানুষের কানে বাজে,
থাকবে চিরকাল এই বাঙালীর মাঝে।
যে স্মৃতি রেখে গেছো বাংলার ইতিহাসে
তাইতো আজও বাংলাবাসী তোমায় ভালোবাসে ,
তুমিই তো শিখিয়ে ছিলে জাতি ধর্ম নির্বিশেষে
যাই করবো প্রতিবাদ সকলে একসাথে,
তুমিই তো বলেছিলে হাতে হাত ধরে।
তোমায় আমরা ভুলবো না
আজীবন ধরে,
তোমার প্রতিবাদী মিছিল রয়েছে
আজ কবিতার মালা গাঁথা হয়ে।