STORYMIRROR

Bishal Biswas

Classics Inspirational

4  

Bishal Biswas

Classics Inspirational

চির বিদ্রোহী

চির বিদ্রোহী

1 min
330


         বাংলার কবি তুমি

             ভারতের বীর জওয়ান,

             প্রতিবাদী ভাষায় ছিল 

             যার একমাত্র শ্লোগান।

             করেছো তুমি বিদ্রোহ আপ্রাণ 

             তোমার প্রতিবাদী ভাষা,

             গদ্য - পদ্য- কাব্যে করেছ দান।

             শিকল বন্দী অন্ধ কারাগারে

             প্রতিবাদ করেছো তুমি,

             তোমার অমূল্য লেখনীতে।

             তোমার বিদ্রোহী গান গুলি 

             আজ ও বাংলার মানুষের কানে বাজে, 

            থাকবে চিরকাল এই বাঙালীর মাঝে।  

             যে স্মৃতি রেখে গেছো বাংলার ইতিহাসে

             তাইতো আজও বাংলাবাসী তোমায় ভালোবাসে ,

              তুমিই তো শিখিয়ে ছিলে জাতি ধর্ম  নির্বিশেষে 

              যাই করবো প্রতিবাদ সকলে একসাথে,

              তুমিই তো বলেছিলে হাতে হাত ধরে। 

              তোমায় আমরা ভুলবো না 

                         আজীবন ধরে,

               তোমার প্রতিবাদী মিছিল রয়েছে 

               আজ কবিতার মালা গাঁথা হয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics