STORYMIRROR

Bishal Biswas

Fantasy Inspirational

3  

Bishal Biswas

Fantasy Inspirational

অবকাশ

অবকাশ

1 min
140

অবকাশ

লেখক - বিশাল বিশ্বাস

জীবনের সমস্ত জীবন্ত আলো

ছড়িয়ে থাকুক তোমার সমস্ত চারিধার, 

জমে থাকা হাজারো অঙ্গীকার

ঠিক যান ইগলুর ন্যায় অলঙ্কার, 

চন্দ্র মায়ের তো চর্তুধার কলঙ্কের আধার

তবু কখনো শেষ হয়নি তাঁর শুভ্রতার। 

মানব জীবন তো সত্যিই অমাবস্যার আধার

আবার হঠাৎ কখনও পূর্নিমার চন্দ্রাকার, 

সত্যিই জীবন এক ব্যাতিক্রমি চক্রাকার

কখন নেয় ন্যায়ের আকার

তবে বেশিরভাগই মিথ্যাচার, 

কৃষিকাজ, রাজনীতি, শিক্ষা, চাকরি

সবই এক অদৃশ্য মায়ার আকার । 

সময়ের সাথে সময়ের স্রোতে

ভেসে বেড়ানোই জীবনের একমাত্র অঙ্গীকার, 

'সমঝোতায় 'হল যার একমাত্র পথ। 

সে দিন হোক কিংবা রাতে

বাস্তবতাটা শুধু অভিমানে, 

সবাই শুধু ফলাফলই খোঁজে

এ মানব জীবন সৃষ্টিকারী

প্রকৃতির নিঃস্বার্থ বাতাবরণে। 

চর্তুদিকের যেদিকেই চোখ পরে

সকলেই ক্ষুদার্ত পশুর মতো মত্ত

মোটা টাকা আহরনে। 

যেমনি জোয়ার আসে ভাটা যায়

প্রকৃতির নিয়মে, 

তেমনি চলছে বিবেকের দর 

অধর্মের নিয়মে, 

পঞ্চায়েত, ব্লক অফিস, কোর্ট

অজস্র টাকার বিনিময়ে ছিনিয়ে নিচ্ছে

সাধারণ মানুষের সততার অধিকারের ভোট। 

কী করে ভাঙা যায়? 

এই সকল দূর্ভিক্ষের জোট, 

কোথাও টাকার পাহাড়

কোথাওবা জটলা পাঠাচ্ছে

ক্ষুদার্তের একমুঠো আহার। 

সত্যিই অবাক লাগে

এটাই কী সুজলা-সুফলা-শস্য - শ্যামলার দেশ? 

যেথায় শুধুই মানুষের ছদ্মবেশ, 

আজ কোথায় হিন্দু মুসলিম ভাই ভাই

চারিদিকে নিত্যদিন লেগেই আছে দাঙ্গা লড়াই

চলো না একবার এক হয়েই দেখি সবাই, 

আজও বিশ্ব বাসি

চাতকের মতো নিরুপায়।। 



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy