বিশ্বমাত্রিকা
বিশ্বমাত্রিকা


ওহে-নারী
তুমি বিশ্বমাত্রিকা
আজ কোথায় তোমার কাপড়খানা
সবই তো লোভ-লালসার ছাপাখানা
আর কতোদিন ধর্ষিত হবে বঙ্গকন্যা
এভাবেই সকলে দেখবে তামাশা
এতো সব পুরুষ জাতির লজ্জা
যখন পৃথিবীতে এসেছিল
কী সুন্দর ছিল তার চাদ বদনী মুখ খানা ?
পথে - ঘাটে ঘরে সর্বএ
শুধু পুরুষ জাতির লালসা
ওহে নারী
তুমি বিশ্ব মাএিকা
আজ কোথায় তোমার কাপড়খানা
এটাতো র্নিলজ্জ বেহায়য়া পুরুষের দুনিয়া
যেথায় মা বোনের সম্মান নিয়ে
অবিরাম চলছে লালসার ছাপাখানা।।