আমার দিদি
আমার দিদি
স্মৃতির পাতায়
দিদি লিখব তোমার নাম
ভুলবো নাকো,
যতই করো রাগ স্মৃতির পাতায়
দিদি লিখব তোমার নাম
ভুলবো নাকো,
যতই করো রাগ অভিমান
দিদি গো আমার,
জীবন দিয়ে রাখবো তোমার মান
দিদি আমার
বক্ষ মাঝে পিতা-মাতার পরেই তোমার স্থান।
দিদি তুমি,
স্নেহ শাসন সর্বদা মোরে করো প্রদান
হঠাৎ যদি করি রাগ, তুমি কোরোনা অভিমান।
স্মৃতির পাতায়
পিতা-মাতার পরে তুমি সবচেয়ে বড় নাম,
কথা দিলাম,
আর কোনদিন করবো না কো হারাম।।
দিদি গো আমার,
জীবন দিয়ে রাখবো তোমার মান
দিদি আমার
বক্ষ মাঝে পিতা-মাতার পরেই তোমার স্থান।
দিদি তুমি,
স্নেহ শাসন সর্বদা মোরে করো প্রদান
হঠাৎ যদি করি রাগ, তুমি কোরোনা অভিমান।
স্মৃতির পাতায়
পিতা-মাতার পরে তুমি সবচেয়ে বড় নাম,
কথা দিলাম,
আর কোনদিন করবো না কো হারাম।।
