ছায়া ছায়া সত্যি
ছায়া ছায়া সত্যি
জলের মতই জীবনকে ভেবে একে একে মায়ার ছবি আঁকছি
সব ভুলগুলো ভালবাসা প্রেম ভেবে নাচুনি কাঁদুনি ডাকছি
হাঁটছি চলছি ফিরছি ঘুরছি আর পান্তায় এ্যালকোহল খুঁজছি
চোখ চেয়ে চেয়ে ঠিকঠাক লড়াই এ এসে সেই তো চোখ বুঁজছি
ভালবাসা খুঁড়ে খুঁড়ে শেষে কিনা হায়, ঘোড়ার ঘাস কাটছি!
ভোর থেকে ভোরবেলা অবাক হয়েছি চামড়ায় ফুটি ফাটছি
পোড়ো বাড়ির বট আর অশথের বন জাঁকিয়ে বসেছে এ মনে
সময়কে খোঁচা মেরে খসে পড়া একে একে ঘায়েরা টনটনে
কত কত ঘোরাস্রোতে পাড় চৌপাট করে ঘিলু বাজিয়েছি
কাউকে জমকালো আয়োজনে মিছেমিছি শ্রী সাজিয়েছি
ঢেউ সরে গেলে চোখে পড়ে ছায়া ছায়া সত্যি কথাগুলি
সেসব সরিয়ে এস্পারওস্পার করে বোঁজা চোখপাতা খুলি
