ছায়া ছায়া সত্যি ৭
ছায়া ছায়া সত্যি ৭
একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা কামড়ে ধরি
হোক নড়বড়ে দাঁত, কপাটি লাগুক, তবুও
তাল তাল মাটি ডলি, লতাপাতা আঁকি ফের
হত্যাকামীর সুর মোলায়েম হোক, মাখন মাখন
ভালবেসে আমিও কিছু চিহ্ন রাখি বাইরে, শরীরে
আমাকে আমার মতই জড়িয়ে ধরি, প্রত্যেকটা কান্নায়
নিজেকে চাবকে চাবকে সত্যিগুলোর ছায়া ছুঁড়ি
ভূত্বক এত ছোট, মুখ ঘুরিয়ে কোথায় লুকাবো বল
পানশালার ওপাশেই আমার ভালবাসার ঘর
কিছুটা সময় জিরিয়ে নিতে বসি, নিজের সঙ্গে থাকি
সব হিংসা, সব ঘৃণা, সব অবদমন আমার ভিতর থাক
অন্ধকার ঠেলে ঠেলে একটা পথে একদিন ভেসে ঠিক উঠবোই
পেটের ভেতর বসে বসে বেচিন্তার যতই লাফালাফি হোক
যতই থাক সাজগোজ আমাদের সামাজিকতায়, স্মৃতি উৎপাদক
আমি তো গন্ধর্বকে ঘিলুর আসনপিঁড়িতে ডাকি বারবার
