ছায়া ছায়া সত্যি ৬
ছায়া ছায়া সত্যি ৬
এত তাপ, শরীর পুড়ছে, পুড়ছে মনও
এই মনে, শরীরী পাতালে, আগ্নেয়গিরি
ফুল দিলো, চন্দনী টিপ, এত সাজ দিলো!
জল নেই, গলার ভেতর, দলা দলা শুধু
অপ্রাপ্তি, হাহাকারী গান, তবু অবিবাগী
শিরদাঁড়া, বাঁকাতে বাঁকাতে, হাঁটু ধরি প্রায়
এসময়ে, চারটে আশ্রম, নেই নেই নেই
গোটাটাই, ঘরে ঘুরিফিরি, ঘুরিফিরি ঘরে
বিশ্বাস? খাবার জোটাতে, রঙচঙে হাত
থরথর, একে একে ভাঙি, ভেঙে গেল সব
কাঁচ কাঁচ, কাঁচের আবাদ, আনাচে কানাচে
ফুটে ফুটে, কালচে হয়েছি, তাপিত হয়েছি শুধু
