ছায়া ছায়া সত্যি ১০
ছায়া ছায়া সত্যি ১০
তারপর.......
তারপর রক্তের গরম তরল রঙ কঠিন কঠিন
তারপর.........
তারপর বাঁশ উদ্যানে আমারই নিশ্চয় ধোঁয়াশা ধোঁয়াশা চোখ
আমাকে কেউ কোথাও কোনখানে কোনদিনও ডাকে নি পাতাল প্রবেশে
তারপর........
তারপর জোনাকিরা আলোর মালা সাজিয়ে সাজিয়ে চিকিচিকি
হায়! আমি না-ডাকা অদ্ভূত জীব, আঁকাবাঁকা শরীরী শব
তারপর........
তারপর কোনো এক নাভির গভীর থেকে চাঁচাছোলা প্রত্যাখান
সেই সেকেন্ড থেকেই আমার রজনীগন্ধা মালা শুকনো ঝরঝরে
তারপর...........
তারপর ছায়া ছায়া সত্যিগুলো উৎপাতে কাকের মত
আমার না-জাগা আমির সচরাচর মৃত্যু অনিবার্য!
