বুঝলে না আমায়
বুঝলে না আমায়
তুমি এমন যাহা আমি বিশ্লেষণ করিতে পারি না
না পারি তোমার ওই কারণ বুঝতে যা তুমি বলো না কখনো
সময় থাকতে বুঝলে না আমায়, গেলে আমায় ছেড়ে
তুমি বলেছিলে ঠিক হয়ে যাবো কিছু সময় পরে, তবে আজ দিচ্ছো না হতে কেন ঠিক
হঠাৎ তোমার আসা আর হঠাৎ চলে যাওয়া আমি বুঝতে পারি না
নেই কিছু আর আগের মতো তবে কেন অনুভব করাও সেই দিন গুলো
যা ভুলতে চাই বার বার
কত স্বপ্ন কত আসা কত না সেই কথা, যা তুমি একবারে শেষ করে চলে গেলে ভাবলে না আমার কি হবে
যখন তোমার মনে পড়ে আমাকে পারো না থাকতে নিজেকে সামলে, তবে গেলে কেন আমায় ছেড়ে।
তোমার চেনা নাম্বার যখন হঠাৎ চোখে পরে, মনে সমুদ্র ভেসে ওঠে
না চাইতেও বলা হয়ে ওঠে কথা
মিষ্টি মেজাজে বলতে ইচ্ছে করে কোথায় ছিলে এতক্ষন এখন পড়লো মনে আমায়
থেমে যায় বাক্য যখন মনে পড়ে ছেড়েছিলে আমায় তুমি অন্য জনের জন্যে
ইচ্ছে তো করে এখনো তোমায় বলি চলে আসো গো ফিরে সেই আমার হয়ে,
কিন্তু মনে পরে তুমি আর সেই আমার কোথায়
যাকে অধিকার দেখাবো আবার
তুমি বোঝালে না কারণ তোমার এমন করার, না বুঝলে আমায় যখন পাশে ছিলাম
তবে আজ কেন পড়ে তোমার আমায়।

