না বোঝা সম্পর্ক
না বোঝা সম্পর্ক
ধ্রুবতারা কেউ হার মানিয়ে দিবে এমন তুমি
হঠাৎ করে আসা আবার হঠাৎ হারিয়ে যাওয়া।
হঠাৎ মনে পড়ে তোমার আমার কথা আবার হঠাৎ যেন ভুলেই গেলে
নেই কোনোকিছু আর আগের মতো আমাদের
কিন্তু যখন তুমি ওই অনেক সময় পরে আমায় মনে করো
অনুভব করিয়ে দাও সেই পুরোনো সময় কে
এমন মনে হয় যেন তুমি এই দিনেরোই অপেক্ষা করছিলে
না বলা কথা গুলো না বলতে চেয়েও বলে ফেলি একে ওপর কে
যখন সেই চেনা নাম্বার টা হটাৎ চোখে পড়ে, মনে ঝড় বেয়ে ওঠে
তোমায় ইচ্ছে করে বলতে মিষ্টি মেজাজে কোথায় ছিলে এতক্ষন,
এই পড়লো মনে তোমার আমার কথা।
পারি না বলতে তোমায় সেই কথা, কারণ হঠাৎ মনে পড়ে
নেই তুমি আর সেই আমার যাকে আমি অধিকার দেখতাম।
তুমি আজও বললে না হঠাৎ করেই কেন মনে পড়ে আমাকে।
না বুঝলে যা আমি বোঝাতে চেয়েছিলাম তোমায়।
না বোঝাই থেকে গেলো আমাদের সম্পর্ক টা, কিন্তু আজও ভালোবাসি তোমায় ততটাই।

