তুমি পাবে না খুঁজে
তুমি পাবে না খুঁজে
তুমি পাবে না খুঁজে আর সেই আমি কে যে নিজের আগে তোমাকে রাখে।
সে সুযোগ দিয়েছিলো বার বার নিজের বিশ্বাস কে,কিন্তু হেরে গেছে সে বিশ্বাস বারে বার
চোখ তার আবছা হয়েছে বিস্বাস তার একটা ধাপ নেমে এসেছে যতবার সে দিয়েছে সুযোগ
হয়তো সে বিশ্বাস এখনো কোথাও ক্ষীন আলোর মতো উকি দিয়ে বসে আছে
কিন্তু সে চাই না আবার বিশ্বাস টা এক ধাপ নেমে তার চোখ আবছা করে
হয়তো সেই আমিটা দুরে সরিয়ে রাখতে পারবে না তোমায় কিন্তু সে তোমায় কাছেও রাখতে চাই না
বৃথা সেই বলা তোমার যা সে শুনতে চাই না, বৃথা সেই ভাবনা যা তুমি নিয়ে ভাবো
তুমি থাকবে তো তার মধ্যেই কিন্তু পাবে না ফিরে,
তুমি দেখবে তো তাকে সবসময় কিন্তু তার মধ্যের নিজেকে পাবে না দেখতে
তুমি পাবে না খুঁজে আর সেই আমি কে যে নিজের আগে তোমাকে রাখে।
~সংগীতা

