STORYMIRROR

pulak dasgupta

Drama Others Children

3  

pulak dasgupta

Drama Others Children

বৃষ্টির ছাট

বৃষ্টির ছাট

1 min
174


ঘনঘটা ছিলো আকাশে,

যুদ্ধের সমস্ত আয়োযন ছিলো সারা,

ব‍রুনদেব রয়েছে তাকিয়ে ,

দেবরাজ ইন্দ্রদেব দিক সারা।

ইন্দ্র তাহার গর্জাইলো বজ্র বিদ‍্যুৎ,

বরুন দিলো সারা।

গরম ধরতী, বৃষ্টিতে ভিজে,

ঠান্ডা হোলো তারা।

ধরনি মা ঠান্ডা হয়,

বরুন দেবের তরে।

বৃষ্টির ছাটে বিছানা ভেজে,

আমার শোয়ার ঘরে


Rate this content
Log in

Similar bengali poem from Drama