বৃষ্টি মাখা অভিমান
বৃষ্টি মাখা অভিমান
বৈশাখীর আপছা আগমন করছে দাপাদাপি।
লোডশেডিং টাও তাই যেন মনখারাপি সুরের,
চড়া মাপকাঠি।
ঘুটঘুটে অন্ধকারে মন কেমনএর গন্ধ,
তীব্র গর্জন গুলো আকাশ-এর যেন
চিৎকারময় ছন্দ।
বলছে সে, শান্তি চাই।
গাছ গুলো ও খুশি বড়ো তাই।
পছন্দের playlist এ favourites এ অ্যাড করা সুর,
নিখোঁজ তারা মিলন এর ঠিকানার,
নিষিদ্ধ আফিম যেন তাঁদেরই ডাকনাম,
অধিকাংশ ই যেন বিচ্ছেদ এর গল্পকার ,
তাদের দ্বারা পরিহিত চকচকে মুক্তর হার।
নেশাগ্রস্ত আমি, আমার মনের যে আজ বড্ডো মুখ ভার।
শরীর টাও ক্লান্ত ভীষণ,
হাতড়াচ্ছি বরফি চাদর?
চিন্তা বড়ো, যদি করতে পারে সে
এই অবাধ্য তাপমাত্রা টাকে শাসন।
হেয়ালি নয়,সত্যি!
সে যে প্রকৃতি,
সে যে জড়িয়ে আমায়,
নালিশ নামক ঠান্ডা ঝটিকার সময়।
ডাকছে মাটির সোদা সুবাস।
হারিয়ে যাওয়া স্মৃতি?
সে আমার অনামা প্রভাস।
শোন, তোর-ও কি পড়ছে আমায় মনে?
নাকি ধুলো পরে লুকিয়ে আছি,
হৃদসিন্ধুকের তালা মারা কোনো এক পরিত্যক্ত কোনে?
আমরা কারো অনর্গল হাসি,
আবার কারো নিকোটিনের ধোঁয়ায় ভাসি।
আমরা কারো নির্ঘুম,
আবার কারো স্বপ্নে ছোঁয়া আলতো চুম।
কারো কাছে চঞ্চল সমুদ্রের গভীরতা,
কারো কাছে আবার গা এলানো শান্ত নদী তীরের অলসতা ।
কারো কাছে কাটখোটা জ্যৈষ্ঠর দুপুরের তপ্ত নিবাস,
কারো কাছে আবার কালবৈশাখী তে বেল ফুলের মিষ্টি সুবাস।
কারো কাছে December এর নিস্তব্দতায় রোয়া ভেজানো কিছু পরাজিত গোঙ্গানি।
বলে আবার কেউ,
আমরা হেন,
September এর পেঁজা তুলোর বৃষ্টি তে ভেজা প্রথম প্রেমে ঢাকের শব্দে উল্লাস যাপন যেন।
হঠাৎ যখন ঝমঝমিয়ে নামলো বৃষ্টি,
দূরে তাকিয়ে দেখি, স্মৃতির hangover
সে যেন অতিরিক্ত মিষ্টি।
হঠাৎ যখন দেবে ঝোড়ো হাওয়া,
খুঁজবি কি তখন আমার তোকে আলতো ভাবে ছোঁয়া ?
কি নিষ্ঠুর এই চিক্কুর এর ডাক,
চিল্লামেল্লি করছে অসংখ্য শাঁখ।
ভাঙলো বুঝি তোর ঘোর?
পড়লো মনে?
এ যে নয় সেই মধুময় শরৎ এর ভোর।
কালবৈশাখী শুধু,
বন্ধ করে দিবি বুঝি তবে,
খাঁ খাঁ করা সব স্মৃতির দোর?
সেই মহালয়ার খুশির বৃষ্টি তে ভিজেছিলি তুই আর আমি,
মনে পরে না তোর?
তুই আমার প্রভাস আর আমি তোর সুমি।
হোক মন টা অবাধ্য না হয় ,
নয়,অভিমান করতে জানে
অভিমান ভুলতে নয়?
জানে সে কান্না মাঝরাতে গিলে নিতে হয় ,
ভরা দুপুরে শব্দ করে চিবাতে নয়।
ছুঁতে চাওয়ার মুহুর্ত গুলো,
তাকে আমার কল্পনা
বাস্তব আর বর্তমান দিয়ে সাজাচ্ছে যেন ,
চোরা চুমুক এর অলীক সিনেপর্দা?
সেটা চোখের সামনে ঝাপসা হয়ে বুকে দামামা বাজাচ্ছে কেন?
ঝরে পড়া জলের দানা গুলো,
সাদা কালো তে বড্ডো রঙিন!
প্ৰিয় বন্ধু তার?
সে যে playlist এর বুক নেগড়ানো সুর।
সে যে, আমার মতোই কোনো
hypocrite এর নেশা করার সঙ্গী।

