বৃষ্টি ছোঁয়া
বৃষ্টি ছোঁয়া
দিন রাত মেঘের আস্তরণ
ঝুম ঝুম বৃষ্টি,
আজ মনকেমন।
ঝাপসা দৃশ্য গল্প বলছে রোজ,
আকাশের জানলায় রোদ নিখোঁজ ।।
নামছে ধূসর ভীষন আয়োজনে,
ঝিমিয়ে চলছে সময় বিদ্যুৎ গর্জনে।।
ভিজেছে শহর কাল,
>ভিজেছে গলি পাড়া,
আর ভিজেছে কিছু আশকারা।
মধ্যরাতে বালিশে চেষ্টা ঘুম,
স্বপ্নের অবহেলা,
চিন্তার মেঘে ভিজে যায় অবেলা।
রোজ নৌকার পালে এই পথ ,
নিজের সঙ্গে অনেকটা উদযাপন,
মনের সঙ্গে ছোটাছুটির শেষে,
তোমার সেই শব্দ গুলো এখন বৃষ্টি হয়ে ছুঁয়ে যায় এসে।।