STORYMIRROR

Soumen Bhattacharjee

Drama

3  

Soumen Bhattacharjee

Drama

বড় হওয়ার চাবি

বড় হওয়ার চাবি

1 min
8.8K


আমার সেই কল্পনার ছেলেবেলা

কোনদিনও আর পাওয়া হলো না।

সকালবেলার সেই প্রভাত গান

কোনদিনও আর গাওয়া হলো না।


কোথায় সে ফেরিওয়ালার ডাক?

কোথায় সেই ছাদের কোন,

কোথায় সেই সোনার বিকেল,

কোথায় সেই পাশের জন??

না পেলাম সাইকেল সেই,

সেই বন্ধু, সেই পথ।

হোলির সেই রঙিন আকাশ,

বৃষ্টি ভেজা খুশির রথ।


সময় সবই কেড়ে নিয়েছে,

দিয়েছে বড় হওয়ার চাবি।

এই তো জীবন চলার নিয়ম,

আরো কত কি যে হারাবি !!


Rate this content
Log in