STORYMIRROR

Soumen Bhattacharjee

Abstract

3  

Soumen Bhattacharjee

Abstract

আলোর আকাশ

আলোর আকাশ

1 min
18.6K


সকাল আজ ঝলমলে বড়,ছড়িয়ে দিয়েছে সোনা রোদ্দুর।

রঙ্গিন আলো স্বপ্ন দেখায়,কণ্ঠে আনে নতুন সুর।


আকাশ আরো নীলচে যেন,

পাখিরা রং নিয়েছে মেখে। মায়ের আঙ্গুল ধরে গুটিপায়ে,

শিশুরা সব চলতে শেখে।


ভিড়ের মাঝে পরিচয়হীনবন্ধু কোন পাবে খুঁজে।

হাতের ছোঁয়ায় ভরবে ক্ষতনয়ন যেন ভুলবে ভিজে।সত্যি যদি পৃথিবীটা

রোজই এমন রঙিন হত,

ধূসর রং সরিয়ে ফেলে,নীল রং সবার মনকে ছুঁতো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract