STORYMIRROR

Soumen Bhattacharjee

Abstract

0.8  

Soumen Bhattacharjee

Abstract

চিৎকার

চিৎকার

1 min
15.8K


সেদিন হারানোর মধ্যে ছিল শুধু কিছু মূল্যবান সময়।

আজ হারিয়েছি স্বপ্ন, সত্বা এবং নিজেকে।


কালকের সেই ক্রমে ক্রমে জমে ওঠা তরল,

আজ হয়েছে শরীর জুড়ে গড়ল।


নীল রঙের ছোঁয়ায় চলতো জীবন, লালের লালসা চোখে;

আজ বুক পুড়িয়েছে লাল আগুন, নীল বিষ কণ্ঠে ঢুকে।


আসার এই শরীরটা শুধু বয়ে চলা।

চিৎকার করে আওয়াজ ক্ষীণ, চির ধরেছে গলা।


আকাশ কালো শুধুই ঘিরতে চাই, গিলতে আসে অন্তরটাকে।

সকাল শুধুই স্বপ্নগুলো লুকায়, শেষ করে বাঁচার স্পৃহাটাকে।


Rate this content
Log in