Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.
Read #1 book on Hinduism and enhance your understanding of ancient Indian history.

Sarbari Chakraborty

Romance Classics Inspirational


4.5  

Sarbari Chakraborty

Romance Classics Inspirational


বন্ধু তুই

বন্ধু তুই

1 min 533 1 min 533


কিছু কথা আছে বলিনি এখনো কাউকে,

তোকেই বলবো আয় না বন্ধু একদিন।

মনের ঝাঁপিটা খুলে দিই তোর সামনে,

একাডেমি গেটে অথবা কলেজ ক্যান্টিন।


সংসারে মেলা দায় ভার আছে জানি তোর।

আমিও তো আছি চার দেওয়ালেতে বন্দী।

ফুরসত তবু নিতে হবে সব সরিয়ে,

এঁটে ফেল দেখি চট করে কোনো ফন্দি!


চল হেঁটে যাই চেনা গলি পথ রাস্তায়।

চেনা মুখ দেখে দাঁড়াব থমকে কখনো

আমাদেরই ক্লাসে পড়তো না ঐ মেয়েটা?

লম্বা বিনুনী যেমন ছিল তা তখনো!


চায়ের দোকানে জমবে আবার আড্ডা,

রাজনীতি থেকে সিনেমার ভালো মন্দের।

উষ্ণ চুমুকে বুক ভরে নেবো নিঃশ্বাস

মাটির ভাঁড়ের ধোঁয়া ওঠা সেই গন্ধের।


জানি মাঝে মাঝে চোখ জলে ভরে আসবেই

মন খারাপের বিকেল মেলবে পাখনা।

ছোট ছোট সুখ পাওয়া না পাওয়ার গল্পে

অনুরোধ, "প্লিজ আরো কিছুক্ষণ থাক না!"


সময়ের টানে ফিরে যেতে হবে কুলায়ে,

প্রিয় সংসার ভালবাসা ঘেরা প্রিয়জন।

আত্মীয়তার মাঝখানে তবু উঁকি দেয়,

বন্ধু নামের আত্মার সেই বন্ধন।Rate this content
Log in

More bengali poem from Sarbari Chakraborty

Similar bengali poem from Romance