STORYMIRROR

Nandita Pal

Abstract

3  

Nandita Pal

Abstract

বন্ধু তোর সাথে,

বন্ধু তোর সাথে,

1 min
117


বন্ধু তোর সাথে,

দিনভর খেলা, টিফিন ভাগ, দুস্টুমি

ভর বৃষ্টিতে একছাতাতে বাড়ি ফিরি।

শীতের দুপুরে পুতুল-বিয়ে, বউ বাসন্তী খেলাঘর

আম কুড়োনো, সকালবেলার শেফালী 

বিকেলবেলায় কখন খেলতে যাবো বলে চোখ তখন ঘড়ি।


বন্ধু তোর সাথে 

প্রথম পড়া ঝিন্দের বন্দি, শ্রীকান্ত, ন হন্যতে 

সাইকেল শেখা এক ছুটিতে তোর মামার বাড়ি।

ছুটির শেষে গল্পে গল্পে ফুরায়না কথা

বাড়িতে বকা খেলে বারান্দায় বসে আকাশ দেখা,

প্রথম শাড়ি, চোখের দৃষ্টি, বাঁকা চাঁদ;

আজ ও সব কথা ছবির মত মনে করতে পারি।



বন্ধু তোর সাথে,

আজগুবি স্বপ্নের কথায় প্রাসাদ তৈরী, 

বোঝা না বোঝা তোকে ভাগ করা, 

যা পারিনি, তোকে অকপটে বলতে পারি।

একসাথে যেন পৃথিবীকে বদলে দিতে পারি।

নিজের পায়ে দাঁড়ানোর জন্য অনেক তৈয়ারি

ভালো রেজাল্ট পেয়ে তোকে প্রথম বলবো বলে অপেক্ষা করি।

একদিন ও দেখা হবে না তোর সাথে এরপর ভাবতে কি আর পারি। 



বন্ধু তোর সাথে

জীবনের অপরাহ্নে সেই একই আনন্দ তোকে চোখে দেখার,

এতদিনের সেই গল্পে গল্পে পুরানো দিনে ফিরে যাবার,

ভালো মন্দের সীমানা পেরিয়ে আনন্দের দুয়ার খোলবার।

বন্ধু তোর সাথে,

আবার সেই পথ হাঁটতে চাই

মন খুলে নিজেকে উড়িয়ে দিয়ে

একসাথে গল্পে গল্পে শেষ গন্তব্যে পৌঁছাতে চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract