বিষণ্নতা
বিষণ্নতা
আমার কবিতা গুলো,
খুঁজছে শুধু তোমায়,
মনের একতারা গানে,
বিকেল বেলায়।
হারিয়ে ফেলি যদি,
পাইনি তবুও ভয়,
আমার বিষণ্নতা,
গুনছে সময়।
আমার কবিতা গুলো,
খুঁজছে শুধু তোমায়,
মনের একতারা গানে,
বিকেল বেলায়।
হারিয়ে ফেলি যদি,
পাইনি তবুও ভয়,
আমার বিষণ্নতা,
গুনছে সময়।