বীর
বীর
হাতে অস্ত্র,গায়ে বর্ম ,
শত্রুর অপেক্ষায় দাড়িয়ে বীর।
শত্রুরা সব লড়তে এসে,
করবে তারা নত শির।
শত্রু কিন্তু আসছে অনেক,
তার তাতে নেইকো ভয় ।
একা সবাই কে শেষ করে,
শত্রুকূলের ওপর করবে জয় ।
শত্রুদের দেখে মুচকি হেসে,
এগিয়ে গেল তাদের দিকে।
অনেক কিন্তু চেষ্টা করেও,
মারতে কেউ পারল না তাকে।
নদীর রঙ হয়েছে লাল,
সবাইকে একা সে দিয়েছে মেরে।
জেতার আনন্দ উপভোগ করে,
শয়তানি হাসি হাসছে জোরে।
