বিবর্ণ দোল
বিবর্ণ দোল
আছিস তো তুই লক্ষ যোজন দূরে
আমার আবীর পৌঁছবে তোর গালে ?
তার চেয়ে ভালো স্মৃতির ডানায় বসে
জড়াই তোকে , স্বপ্ন মায়াজালে ॥
আচ্ছা সেবার , মনে কি আছে তোর ,
কোচিং শেষে বাড়ি ফেরার পথে -
এক মুঠো রঙ দিয়েছিলাম তোর চুলে
যেতে যেতে সেই টানা রিকশার রথে ॥
বুঝতে পেরে, তোর - সেকি ভীষণ রাগ
কথাই বন্ধ প্রায় বারো দিন ধরে ,
এক শিশি রঙ আমার মাথায় ঢেলে
তবেই তোর রাগটা শেষে পড়ে ॥
এদিকে তখন আমার যে কি হাল !
দোল খেলা তো কবেই গেছে চুকে ,
এখন আবার রঙ মাখালো কে !
খোঁজ খোঁজ খোঁজ - এতো সাহস কার বুকে !!
খুঁজে কি আর যায় গো পাওয়া তাকে !
সে - যে আমার বুকের মধ্যে আছে ,
আঁকড়ে তাকে আড়াল করেই রাখি ,
হারিয়ে যায় আমার থেকে , পাছে ! !
সেই তো তুই হারিয়ে ঠিকই গেলি !
মারণ রোগে পড়লি ঘুমে ঢলে ,
বিবর্ণ দোল সময় মতোই আসে ,
জাগিয়ে স্মৃতি যায় সে আবার চলে

