STORYMIRROR

Mst.Hafsa Khanom

Abstract

3  

Mst.Hafsa Khanom

Abstract

ভ্রান্ত আবেগ

ভ্রান্ত আবেগ

1 min
642

সে তো জানে না

আঁধারে ঢাকা মেঘের ছায়ারাও

কাঁদে তাদের কান্না !

বিহঙ্গের ডানায়ও পোকার বসবাস থাকে কিন্তু কে কার খোঁজ খবর রাখে?

কুকুরের কালো চোখেও লবণ আছে

ভালোর মধ্যেও সবাই ভালটাই বাছে।

পাতার ক্লোরোসিস এ মানুষের কাশি হয় না দেখো,

দূরে ডাকিছে তোমার মরণের হায়না তাই ভ্রান্ত আবেগে আমায় আর ডেকো না।



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract